মোঃ শাজনুস শরীফ, বরগুনা : মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে নোমান'স কেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২২ ডিসেম্বর, শুক্রবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি আরিফ হোসেন মোল্লা, বরগুনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মালেক মিঠু, দ্বীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহ্ আলী, দন্ত্য চিকিৎসক ডা. মোঃ ইকবাল হোসাইন আমান, নোমান'স কেয়ারের পরিচালক এহসান আহমাদ নোমানসহ প্রমুখ।

এদিকে কুইজ প্রতিযোগিতায় 'ক' গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সৈয়দা খাদিজা জান্নাত, দ্বিতীয় স্থান অধিকার করেন তাসনিয়া রহমান তুবা, তৃতীয় স্থান অধিকার করেন মুস্তাকীম আশরাফ আপন ও মুয়াবিয়া আশরাফ কথন। এছাড়া 'খ' গ্রুপে প্রথম স্থান অধিকার করেন আল জুবেল, দ্বিতীয় স্থান অধিকার করেন আবু ফাত্তাহ লিয়ন, তৃতীয় স্থান অধিকার করেন ফারজান হক উচ্ছ্বাস। কুইজ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আমান'স ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী।

নোমান'স কেয়ারের পরিচালক এহসান আহমাদ নোমান বলেন, বরগুনার শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রতিটি জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসে অনলাইন কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা লিখন প্রতিযোগিতাসহ বিভিন্ন যুগোপযোগী কর্মকাণ্ডের আয়োজন করে থাকে বরগুনার ব্যতিক্রমী শিক্ষা কেন্দ্র নোমান'স কেয়ার। আমি প্রত্যাশা করি সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিতে পারবো।

(এসএস/এএস/ডিসেম্বর ২২, ২০২৩)