রিপন মারমা রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে রাইখালী ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে দুইদিনব্যাপী এর অধ্যক্ষ প্রয়াত ইন্দাচারিয়া মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সর্বশ্রদ্ধেয় ধর্মগুরুকে বেদনাবিদুর অশ্রুভেজায় বিদায় দিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো ধর্মপ্রাণ মানুষ। আর এই অনুষ্ঠান বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ ‍অন্যান্য ধর্মালম্বীর লোকও সমবেত হয়।

দেশী-বিদেশী অর্ধশতাধিক পর্যটকদের পদচারণায় অনুষ্ঠানস্থল রূপ নেয় সম্প্রীতির মিলনমেলায়। এতে পরস্পরের প্রতি ভাতৃত্বে বন্ধন আরও সুদৃঢ় হবে বলে ধারণা আয়োজকদের। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে সংঘ মন্ডলীকে প্রাতঃরাশ নিবেদন,সইং নৃত্য গীতের মাধ্যমে বন্দনা, সংঘ মন্ডলীকে ছোঁয়ে নিবেদন, পূজার্থী, পূণ্যার্থী ও দর্শনার্থীদের মধ্যাহ্নভোজন, সইং নৃত্য, উৎসর্গবাণী পাঠ করা হয়। সমাপনী বিকালে অধ্যক্ষ ইন্দাচারিয়া মহাথের পবিত্র শবদেহকে অগ্নিদাহের মাধ্যমে অস্তিম বন্দনা করা হয়। এসময় পূজার্থী ও পূণ্যার্থীদের চোখের পানি ছিল ছল ছল। অনেকেই চোখের পানি ধরে রাখতে না পেরে অঝোরে কেঁদেছে নিরবে-নিভৃতে। একবুক কষ্ট নিয়ে সবাই অন্তিমবারের মতো প্রিয় ধর্মগুরুকে স্বর্গের উদ্দেশ্যে বিদায় দেওয়া হয়।

দুইদিনব্যাপী অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উদ্যোগতা ভান্তে পাইডেতা বলেন, ২০২৩ সালের ০৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ইন্দাচারিয়া মহাথের এর মহাপ্রয়াণ হয়। তার দেহাবশেষের দুইদিনব্যাপী অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য বিহার কমিটি, উদযাপন কমিটি, শুভাকাংখী, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সাংবাদিক, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

(আরএম/এএস/ডিসেম্বর ২৩, ২০২৩)