মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে নিজের আসন থেকে ছিটকে পড়ে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সখীপুর-বাটাজোর সড়কের পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ট্রাক্টর চালকের নাম মোসাইদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের মৃত নূরনবী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটবোঝাই ট্রাক্টরটি বাটাজোর থেকে সখীপুরে যাচ্ছিল। সড়কের পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পরিত্যক্ত একটি টিনের ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক্টরের চালক নিজের আসন থেকে ছিটকে পড়ে ওই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, দুর্ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এসএম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৩)