নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আজ শনিবার দুপুরে ময়মনসিংহের আলমগীর মনসুর মিন্টু কলেজ মাঠে সনাতন ধর্মাবলম্বী নেত্রীবৃন্দের সহিত আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মোহিতুর রহমান শান্তর মত বিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার সভাপতি এডঃ তপন দের - সভাপতিত্বে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্হিত থেকে নৌকার সমর্থনে নিজেদের মতামত ব্যাক্ত করেন।

মিন্টু কলেজের অধ্যাক্ষ্য নীহার রঞ্জন রায়, রয়েল মিডিয়া কলেজের অধ্যাক্ষ্য স্নেহাশিস দে, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের এডঃ তপন দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভপতি সুমন ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পবিত্র রঞ্জন রায় এবং জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি উত্তম চক্রবর্তী রকেট সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

বক্তৃতায় নিজ নিজ বক্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরেন, এবং বলেন এদেশের সংখ্যালঘু হিন্দুরা জাতিগত ভাবে সংখ্যালঘু নয়, যারা আমাদের ত্যাগ ও গৌরবকে অস্বীকার করে তারা সংখ্যালঘু।
বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী এদেশের মা, মাটি ও মানুষের ভালবাসার প্রানপ্রিয় জননেত্রী শেখ হাসিনার প্রতি পুর্ন সমর্থন আছে এ দেশের হিন্দুদের, তাই তো একশ্রেনীর পাকিস্তানপন্থি দালালচক্র আমাদের কে নিয়ে বিভিন্ন রকম উপহাস করেন, তাদেরকে স্বরন করিয়ে বলেন এদেশের হিন্দুরা নৌকায় ছিল, নৌকায় আছে ভবিষ্যৎ নৌকায় থাকবে।

সভাপতির ভাষনে এডঃ তপন দে বলেন, নৌকা জাতীয় মার্কা, আর আমরা জাতীয় মার্কায় ভোট দিবো। ময়মনসিংহ মা ও মাটির সাথে প্রিন্সিপাল মতিউর রহমান মিশে আছেন, তিনি এক অভিন্ন রাজনীতিবিদ। তার যোগ্য উত্তরসূরী আমাদের প্রানপ্রিয় মোহিতুর রহমান শান্ত কে সনাতন ধর্মাবলম্বী সহ সবাইকে ভোট দেওয়ার আহবান জানান৷।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৩)