শাহ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে নুতন ভোটাররা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভুমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেছেন। আজ রবিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ৩ শতাধিক নতুন ভোটার তরুণ-তরুণী সমবেত হয়ে তারা এই ঘোষণা দেন। নিজের দুই আঙ্গুল তুলে 'ভি' ঘোষণা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট নৌকায় দিবেন বলেও জানান তারা।

ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর -০২ (বিরল-বোচাগঞ্জ)আসনের নৌকার প্রার্থী নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নতুন প্রজন্মের ভোটাররা শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে নৌকার প্রার্থী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে ঘোষণা দেন, প্রথম ভোটটি তারা মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের পক্ষে রায় দিবেন।

এ সময় নুতন ভোটাররা বললেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন করে স্মার্ট শহর,স্মার্ট গ্রাম,স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যুব সমাজ সব সময় নৌকার পক্ষে অবস্থান নিবে।

প্রসঙ্গত, নতুন ভোটার দিনাজপুর-২ (বিরল -বোচাগঞ্জ) আসনে এবার নুতন ভোটর হয়েছেন ২২ হাজার তরুণ-তরুণী। তাদের আগামীর নতুন উদ্যোগ স্মার্ট বাংলাদেশ।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৩)