কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার সদর উপজেলার শিমুলিয়ায় আদর্শ গ্রাম নির্বাচন ও গো-খাদ্য উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের উপ-পরিচালক ডাঃ এইচ বি এম গোলাম মাহামুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আশাদুল হক, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু।

বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মারুফ হাসান, এ সি আই লিমিটেডের সিনিয়র এরিয়া ম্যানেজার সাইফুল আলম প্রমুখ।

মতবিনিময় শেষে প্রধান অতিথি শিমুলিয়ায় লিবিয়া জাতের ঘাসের মাঠ পরিদর্শন করেন।




(কেকে/এসসি/নভেম্বর১০,২০১৪)