সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহাসিক স্থান দরদরিয়ার প্রত্নস্থান ‘দরদরিয়া দুর্গ বা রানির বাড়ি’ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি টিম মঙ্গলবার সকালে খনন কাজ শুরু করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সূফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২৫ জন শিক্ষার্থী ওই খনন কাজে অংশগ্রহণ করে। খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ প্রত্নতত্ত্ব স্থান সমৃদ্ধ কাপাসিয়ায় পদ্ধতিগত ভাবে ইতঃপূর্বে যথেষ্ট প্রত্নতত্ত্ব অনুসন্ধান ও খননকাজ হয়নি।

বিভিন্ন সাহিত্যিক, সূত্র এবং কথ্য ইতিহাস থেকে জানা যায়, কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রত্নস্থান রানির বাড়ি দরদরিয়া, রাজা বাড়ি, টোক, হানগড়, লোহাদিয়া, কর্ণপুর দুর্গ, জোড়া দিঘি, রাণীগঞ্জের নীলকুঠি, টোকের সুলতানপুরে দরগাপাড়া শাহী জামে মসজিদ সহ বিভিন্ন তথ্য পাওয়া যায়। তবে বৈজ্ঞানিক গবেষণার অভাবে অধিকাংশ প্রত্নতত্ত্ব স্থানের প্রামাণিক ইতিহাস সম্পর্কে যথাযথ তথ্য পাওয়া যায় না। খ্রীস্টীয় দ্বিতীয় শতাব্দীর মিশরীয় জোতির্বিদ ও ভৌগোলিক টলেমির গ্রন্থে তোগমা, এন্টিবোল, হাতিবন্ধ প্রভৃতি শহর বা নগরের উল্লেখ রয়েছে। কোন কোন ঐতিহাসিক কাপাসিয়ার টোক নামক স্থানে তোগমা শহরের অবস্থান ছিলো বলে মনে করেন। জেমস্ টেলর ১৮৪০ সালে তাঁর একটি গ্রন্থে তোগমা বা টোক শহর ব্রম্মপুত্রের তীরে অবস্থিত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে তোগমা বা টোক শহর রাজা শিশুপালের সময়ে বন্দর ছিল। জেমস্ টেলর তাঁর গ্রন্থে কাপাসিয়ার দরদরিয়ায় বানার নদীর পূর্ব তীরে অবস্থিত একটি দুর্গের কথা উল্লেখ করেছেন।

বলা হয়, দুর্গটি বানিয়া রাজা কর্তৃক নির্মিত হয়েছে। দুর্গটির বহিঃস্থ প্রাচীর মাটি দ্বারা নির্মিত। প্রচীরের উচ্চতা ১২-১৪ ফুট। প্রাচীরের পরিধ প্রায় দুই মাইল এবং পরিখা প্রায় ৩০ ফুট প্রশস্ত। দুর্গের ৫টি প্রবেশদ্বার ছিল, তবে ইট বা পাথর নির্মিত প্রবেশদ্বার বা তোরণের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি। প্রাচীরটি অর্ধচন্দ্রাকারে নির্মিত। এই প্রাচীরের কিছুটা দূরে আরেকটি প্রতিরক্ষা প্রাচীরের চিহ্ন পরিলক্ষিত হয়। দুটি ইটদ্বারা নির্মিত প্রাচীর। এই প্রাচীরটিও অর্ধচন্দ্রাকারে নির্মিত। অনুমান করা হয় যে এই প্রাচীরে তিনটি প্রবেশদ্বার ছিল। দুর্গটি রানির বাড়ি নামে পরিচিত। বলা বানিয়া রাজাদের শেষ বংশধর রানী ভবানী ১২০৪ খ্রীস্টাব্দে মুসলিম অভিযানের সময় এই দুর্গে বসবাস করেছিলেন। জেমস্ টেলরের মতে, এটিই ঐতিহাসিক একডালার দুর্গ।

বাংলার দ্বিতীয় স্বাধীন সুলতান শামস্উদ্দীন ইলিয়াস শাহ্ ১৩৫৩ খ্রীস্টাব্দে দিল্লীর সূলতান ফিরোজ শাহ্ কর্তৃক আক্রান্ত হলে এই একডালা দুর্গে অবস্থান নেন। দিল্লীর সূলতান ফিরোজশাহ্ তুঘলক ২২ দিন অপেক্ষা করেও বাংলার দ্বিতীয় স্বাধীন সূলতান শামস্উদ্দীন ইলিয়াস শাহ্কে পরাস্ত করতে পারেনি। ইতিহাসে একডালা দুর্গের কথা উল্লেখ থাকলেও আজ পর্যন্ত তা সুনির্দিষ্ট ভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। বলা হয়ে থাকে যে মসলিন কাপড়ের উৎপাদনের কাঁচামাল কার্পাস তূলার প্রসিদ্ধ স্থান হলো কাপাসিয়া। অথচ আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক ভাবে তা প্রমাণ করা হয়নি। উল্লেখ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা ২০০০ সালে তাদের পরিক্ষার অংশ হিসাবে এক সংক্ষিপ্ত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করেন। কিন্তু আজ পর্যন্ত কোন রিপোর্ট প্রকাশ করননি।

(এসডিকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)