মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন এমপি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণায় বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মামুন অর রশিদ প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, তার নির্বাচনী প্রচারে বাধা, নির্বাচনী অফিস ভাঙচুর এবং মিথ্যা মামলায় তার কর্মীদের হয়রানী করছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সমর্থনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন উৎসবমুখর করার লক্ষে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, কর্মীদের শারিরীক নির্যাতন-মারধর, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা ও পোস্টার সাটাতে বাধা প্রদান করা হচ্ছে। এছাড়াও চিহ্নিত সন্ত্রাসী দিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও গোলাগুলির ঘটনাও ঘটছে।

এ সব ঘটনায় লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন এমপি।

(এসএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)