শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে একটি ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। 

আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে বিরামপুর উপজেলার রেলগেটের পাশের শারমিন ফিলিং স্টেশনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, 'তেলের পাম্পে তেল ঢালতে গিয়ে অসাবধানতায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন আগুন নিয়ন্ত্রণে এসেছে।'

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। সেই সাথে বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটও এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফিলিং স্টেশনে কর্মরত শ্রমিকদের অসাবধানতায় এ ঘটনা ঘটে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে এখনো নিরুপম হয়নি।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)