চিত্তরঞ্জন সাহা চিতু

শীতটা এলে শিশির ঝরে
সবুজ ঘাসে ঘাসে,
লুকিয়ে তখন মেঘের ভেতর
সূর্যমামা হাসে।

শীতটা এলে গবীর দুখীর
কষ্ট শুধু বাড়ে,
রাতের বেলায় দু'চোখ জুড়ে
ঘুমটা তাদের কারে।

শীতটা এলে খেঁজুর গাছে
রস পড়ে টুপ করে,
পিঠা পুলির ধুম পড়ে যায়
এই বাঙালির ঘরে।

বছর বছর শীতটা আসে
শিশিরে তাই দেশটা ভাসে
কত রকম শাক সবজী
শীতেই পাওয়া যায়,
শীতটা এলে সুখ দুঃখের
তাইতো পরশ পাই।