মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জন ও ভোটারদের ভোটদানে বিরত রাখতে মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই শহরের বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে আসছেন। প্রশাসনের কঠোর নজরদারী আর গ্রেফতার এড়াতে অনেকটা ঝটিকা স্টাইলে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে দলটির নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যেগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে শহরের কুসুমবাগ এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করে দলটির নেতাকর্মীরা। তবে এই কর্মসূচি বেশিক্ষণ স্থায়ী ছিলোনা। প্রায় ঘন্টাব্যাপী ওই এলাকায় চলে লিফলেট বিতরণ কর্মসূচি। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমানের নেতৃত্বাধিন পৌর-বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু এবং পৌর-বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে চলা লিফলেট বিতরণ কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে ২৮ অক্টোবরের পর মামলা আর গ্রেফতার এড়াতে জেলা বিএনপির অধিকাংশ নেতারাই এখন আর রাজপথে প্রকাশ্যে নেই। অনেকটা কৌশলে চালিয়ে যাচ্ছেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি।

(একে/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)