মিছিলে অস্ত্র উঁচিয়ে ধরা সেই যুবককে গ্রেপ্তার করেছে নান্দাইল থানা পুলিশ
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ২৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে সন্ত্রাসী যুবক (অস্ত্র হাতে মিছিলে যাওয়া) যুবককে অস্ত্র সাদৃশ্য পিস্তল সহ গ্রেপ্তার করেছে নান্দাইল পুলিশ।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মজিদ জানান, বুধবার দিবাগত রাতে সোস্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও ক্লিপ পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি যে নান্দাইল মডেল থানাধীন চন্ডীপাশা ইউনিয়নের কুল ধরুয়া থেকে নৌকা প্রতীক সমর্থিত ৩০-৪০ জনের একটি মিছিল যাত্রা শুরু করে চামারুল্লাহ বাজার প্রদক্ষিণ করে ধরুয়া আনন্দ বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন মিছিলকারীদের মধ্যে জনৈক একজনের দুই হাতে দুইটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ্য বস্তু দেখা যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। আজ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান পরিচালনা করিয়া নান্দাইল থানাধীন ০৪ নং চন্ডীপাশা ইউপিস্থ কুল ধুরুয়া সাকিনে ধৃত ওয়াহিদুজ্জামান ওরফে তানভীরকে বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পুকুড় পাড়ের বাঁশঝাড়ের নিচ হইতে দুইটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ্য বস্তু জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়। ধৃত ওয়াহিদুজ্জামান তানভীর কে জিজ্ঞাসাবাদে জানা যায় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ্য বস্তু তাহার ব্যাক্তিগত। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি অব্যাহত আছে।
(এনআরকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)