রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উপজেলার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৌজা হেডম্যান, কারবারি ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক ৫৬ বেঙ্গল সেনাবাহিনীর কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যান কারবারি এবং পিজাইডিং ও সহকারী পিজাইডিং অফিসারগন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন কাপ্তাই উপজেলা ২২ টি ভোট কেন্দ্রের মধ্যে কিছু ভোট কেন্দ্রে আছে দুর্গম এলাকায়। যে কোন ধরনের অপ্রিতীকর ঘটনা রোধে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি আনসার ভিডিপির পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন থাকবে এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগন দায়িত্ব পালন করবেন। কোন ধরনের অনিয়ম যাহাতে না হয় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রয়োজনে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলেও জানান।

(আরএম/এএস/ডিসেম্বর ৩১, ২০২৩)