ঈশ্বরদী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের নৌকার মাঝি গালিবুর রহমান শরীফের পক্ষে আ.লীগ নেতা আব্দুর রশিদের উঠান বৈঠক ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর আরামবাড়িয়ায় আ.লীগ নেতা আব্দুর রশিদের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গালিবুর রহমান শরীফের নির্দেশে জননেতা মোঃ আব্দুর রশিদ তার নিজস্ব রাজনৈতিক অফিসে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার শেষ উঠান বৈঠক করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি জননেতা মোঃ আব্দুর রশিদ।

উঠান বৈঠকে আ.লীগ নেতা আব্দুর রশীদ বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল সমৃদ্ধ করতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকার, নৌকার মার্কার সরকার বার বার দরকার। বন্ধুগণ, ভোট হবে না, ভোট কেন্দ্রে যাওয়া যাবে না এমন মিথ্যা-প্রতারণামূলক কথা অনেকে বলবে কিন্তু আপনারা শুনবেন না। আপনারা ৭ তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। প্রয়াত সাবেক সফল ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির সুযোগ্য সন্তান মোঃ গালিবুর রহমান শরীফকে জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি করেছেন। ৭ তারিখ আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করে সংসদে পাঠিয়ে ঈশ্বরদী-আটঘরিয়া বাসীকে সেবা করার সুযোগ করে দেব। আপনারা দোয়া করবেন যেন তিনি জয়ী হয়ে পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মহল্লার মুরব্বি ও মা-বোনেরা।

(এসপি/এসপি/জানুয়ারি ০৪, ২০২৪)