স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে টাঙ্গাইলে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর জন্য নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জেলার আটটি নির্বাচনি আসনের ১০৫৬টি কেন্দ্রে ভাট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন্ হয়েছে। 

এর মধ্যে ১২টি কেন্দ্র দুর্গম অঞ্চলে হওয়ায় আগের দিন ব্যালট পাঠানো হবে। সেখানে ব্যালটের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য জেলায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব ও ১২ প্লাটুন আনসার। এর বাইরে প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে ৭৬টি আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে ২৪টি টিম।

এ প্রসঙ্গে টাঙ্গাইলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কায়ছারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

(এসএম/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)

টাঙ্গাইলে ৮টি আসনে ১ হাজার ৫৬টি কেন্দ্র প্রস্তুত