রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিজিবি টহলটিমের একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের একজন বিজিবির গাড়ীর চালক মুন্না রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে.আর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। বাসটি পৌরশহরের রাইচমিল এলাকায় পৌঁছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবি টহলকারী পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয় পিকআপে থাকা ৫ বিজিবি সদস্যসহ মোট ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, আহত পিক-আপের ড্রাইভার মুন্না হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ জানান, বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় পিক-আপের চালক মুন্না মৃত্যুবরণ করার কথা জানান তিনি।

(আরআই/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)