মোঃ শাজনুস শরীফ, বরগুনা : নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের বুথে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে বরগুনা -১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্রার্থীর দুজন এজেন্টকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম মিঞা। 

রবিবার (০৭ জানুয়ারী) বেলা ১টার দিকে বরগুনা সদর উপজেলার ৬নম্বর বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বুথে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান অভির আম প্রতিকের এজেন্ট মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের ট্রাক প্রতিকের এজেন্ট মনির হোসেনকে নির্বাচনী অপরাধ বিচার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই এজেন্টকে ১বছর করে কারাদণ্ডাদেশ দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, ভোট কক্ষে আম প্রতিকের এজেন্ট মোখলেছুর রহমান ও ট্রাক প্রতিকের এজেন্ট মনির হোসেন মোবাইল ফোন ব্যাবহার করায় নির্বাচনী অপরাধ বিচার আদালতের আইন অনুযায়ী তাদের কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।

(এসএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)