প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : দুই লাঠিতে ভর করে ভোট দিলেন সবুজ মহন্ত (২২) নামের এক প্রতিবন্ধী। ২কিলোমিটার দুর থেকে লাঠিতে ভর করে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আসেন এ প্রতিবন্ধী। তার জিবনে দুই বার ভোট দিয়েছেন এভাবে। তবে সংসদ নির্বাচনে এই প্রথম তিনি ভোট প্রদান করেছেন। ভোট দিতে আসার সময় তার মা সঙ্গে থেকে সহযোগীতা করেছেন। তার ভোটার সিরিয়াল নং ৮০৬ এবং ভোটার আইডি নং ৬০১৩১৫৮২১৪। তার বাবা সুরেন্দ্র চন্দ্র মহন্ত। বাড়ি উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে। ভোট দেয়ার পর তিনি বলেন, সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবারে ভোটার উপস্থিতি নেই তেমন, জামেলাও নাই ভোট কেন্দ্রে। 

রবিবার (৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে এ প্রতিবন্ধীর দেখা হয়। আমার মতো প্রতিবন্ধীরা সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন হয়তো। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৩৮৭ । দুপুর দুইটা পর্যন্ত ওই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৫৮। এছাড়া আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

(পিএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)