ঈশ্বরদী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ আসনে (ঈশ্বরদী-আটঘোরিয়া) নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৬৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬৩ ভোট।

আজ রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী রিটার্নিং অফিসার গালিব শরীফকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে ঈশ্বরদীর ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহন ছিলো শান্তিপূর্ণ। ভোট কেন্দ্রগুলোতে স্বতন্ত্রের ঈগল, মশাল, গামছা ও আম প্রতীকের পোলিং এজেন্টদের দেখা গেছে। শীতের প্রকোপে সকালের দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সকাল সাড়ে আটটার দিকে ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ভোট প্রদান করেন।

সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈশ্বরদীতে ভোট গ্রহন শেষ হয়েছে। কোথায়ও কোন সহিংসতা বা অপ্রিতীকর ঘটনা ঘটেনি। আইন শৃংখলা বাহিনী সবসময় তৎপর থাকার কারণে ভোট কেন্দ্রগুলোতে মানুষ নিরবচ্ছিন্নভাবে ভোট দিতে পেরেছে। সকালে ভোট গ্রহনের পূর্বে দূর্বৃত্তরা দুটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতায় আর কোন ঘটনা ঘটেনি।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)