শাহ্ আলম শাহী, দিনাজপুর : চতুর্থবারের মতো জেলার গুরুত্বপূর্ণ দিনাজপুর (সদর)-০৩ আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হলেন, জাতীয় সংসদ ইকবালুর রহিম।


দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ রবিবার রাত দশটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণায় তার নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর (সদর)-০৩ সদনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এক লাখ ৮ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।

এছাড়াও মিনার প্রতীকে ইসলামি ঐক্যজোট প্রার্থী মো.ফরহাদ আলম ৪ হাজার ৩৭৮ ভোট,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৬০১ ভোট,স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ২ হাজার ৯৮৬ ভোট,আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির পারুল সরকার লিনা ৫৩৮ ভোট ও হাত পাখা প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আব্দুস সালাম ৩৭৬ ভোট পেয়েছেন।

এ আসনে ৩ লাখ ৯২ হাজার ৮৭২ জন ভোটারের মধ্যে ভোট প্রয়াগ করেছেন, এক লাখ ৭৯ হাজার ৫১২ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৩৪১ ভোট। ভোট প্রদান ৪৭ দশমিক ৪০ শতাংশ।

এদিকে হুইপ ইকবাল রহিমের বিজয় নিশ্চিত হওয়ার পর তার এলাকায় জনসাধারণ খন্ড খন্ড আনন্দ মিছিল করেন। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উপভোগ করেন।

(এসএএস/এএস/জানুয়ারি ০৮, ২০২৪)