স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আবারো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। তিনি ১ লাখ ৭৪ হাজার ১২২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

রবিবার রাতে টাঙ্গাইলের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

ড. আব্দুর রাজ্জাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী খন্দকার আনোয়ারুল হক পেয়েছেন ৪ হাজার ১৭৮ ভোট। এতে আব্দুর রাজ্জাক ১ লাখ ৬৯ হাজার ৯৪৪ ভোটে খন্দকার আনোয়ারুল হককে পরাজিত করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নৌকার মনোনয়নে টানা ৫ বার বিজয়ী হলেন। ২০০৮ সালে তিনি খাদ্যমন্ত্রী ও ২০১৮ সালে এমপি হয়ে কৃষিমন্ত্রীর দায়িত্বপান। এরআগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।

এবার নির্বাচিত হয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি মধুপুর ধনবাড়ির মানুষের কাছে চিরকৃতজ্ঞ। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতিতে ভুবনে প্রবেশ করি। যতদিন বেঁচে থাকবো দেশ ও মানুষের সেবা করে যাবো।

(এসএম/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)