একে আজাদ, রাজবাড়ী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালযের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান। ফলাফল রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বিজয়ী হয়েছেন। আর রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম।

রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ১ হাজার ৬১৮ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী ডি এম মজিবর রহমান (সোনালি আঁশ) ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী সদরের মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আ. মান্নান মুসল্লী (ঢেঁকি) ২ হাজার ৫৫২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) ৪৮৭ ভোট পেয়েছেন।অন্যদিকে, রাজবাড়ী-২ আসনে মো. জিল্লুল হাকিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৩৪ ভোট, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক (সোনালি আঁশ) পেয়েছেন ৭৬৫ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া (মশাল) পেয়েছেন ২ হাজার ৬০২ ভোট ও মুক্তিজোটের মো. আব্দুল মালেক।