কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : ঢাকা ১৯ আসনে, মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় নির্বাচন করে ৮৪,৪১২ ভোট পেয়ে বিজয় হয়েছেন এর আগে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান হওয়ার পর থেকে মোঃ সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়নের প্রতিটি রাস্তা ড্রেনসহ নির্মাণ করেছেন একাধিক স্কুল মাদ্রাসা মসজিদ ও পূজা মন্দিরসহ উন্নয়ন করেছেন মোঃ সাইফুল ইসলাম এর কাছে মুসলিম হিন্দু বা খৃষ্টান কোন ধর্মের পার্থক্য নেই। সবাইকে সমানভাবে সম্মান ও ভালোবাসেন। তাই হিন্দু ধর্মের দুর্গা পূজায় সাভার উপজেলার প্রতিটি পূজা মন্দিরে নিজ অর্থয়ানে ২০ হাজার টাকা করে দিয়েছেন কোন দারিদ্র বা অসহায় মানুষ তার কাছে গেলে কখোনো খালি হাতে ফিরিয়ে আসে নাই এই উদারতা এবং মহত্তর প্রতিদান স্বরূপ সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে মোঃ সাইফুল ইসলামকে বিজয় করেছেন।

সাভার ও আশুলিয়াবাসী উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমরা সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে পেয়েছি মোঃ সাইফুল ইসলামকে। শুধু তাই নয় সাভার উপজেলার ভিতর ধামসোনা ইউনিয়ন উন্নয়নের একটি রোল মডেল, তাই আমরা আশা করি ধামসোনা ইউনিয়নের নেয় সবার উপজেলা বাংলাদেশের ভিতর একটি মডেল শহর হিসাবে পরিচিত হবে বলে বিশ্বাস করি।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাভার আশুলিয়ায় কোন চাঁদাবাজ ভূমি দস্যু ও মাধব ব্যবসায়ী থাকতে পারবে না। এমনকি তিনি এটাও বলেন আমাকে যারা চিনেন না তারা ভালো করে জেনে নেন আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি আর করবোও না।

তিনি আরো বলেন সাভার ব্যাংটাউন ব্যাংক কলোনি ও বেদে পল্লীতে যারা ঠিকাদারির নামে চাঁদাবাজি করছেন তারা আজ থেকে সাবধান হয়ে যান। সর্বশেষ তিনি সম্মানিত ভোটারদের কেগ ভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন করেন।

(কেডি/এসপি/জানুয়ারি ০৯, ২০২৪)