নারায়ণগঞ্জ প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত জেএমবি সদস্য সাজিদের বড় ভাই মো. মোনায়েমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের ফরাজিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, সাজিদের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে বোমা হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এদিকে র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের উপ-পরিচালক রুম্মান মাহমুদ জানান, সাজিদের বিষয়ে জানতে মূলত তাকে আটক করা হয়েছে।

সাজিদের গ্রামের বাড়ি ফরাজিকান্দার লাহোরনগর। তার বাবার নাম সিদ্দিকুর রহমান ওরফে পচা মিয়া।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০১৪)