শৈলকুপা প্রতিনিধি : চলমান শৈত্যপ্রবাহে কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্ট করছে মানুষ। গরম কাপড়ের স্বল্পতায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট আরও বেশি।

তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ উদ্যোগে কম্বল বিতরণ করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।

মঙ্গলবার (১৬ জানুয়ারি ) রাত ১১টার দিকে হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছিন্নমূল ও অসহায় মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন তিনি।

শীতবস্ত্র পাওয়া লোকজন বলেন, চেয়ারম্যান নিজে এসে আমাদের কম্বল দিয়েছেন। শীত বেশি হওয়ায় কাজ নেই আমাদের। অনেকটাই কর্মহীন হয়ে পড়েছি আমরা। গত কয়েকদিন থেক প্রচণ্ড শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিলো। কিন্ত আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

এ ব্যাপারে হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, ছিন্নমূল অসহায় মানুষগুলো নিজের পেটের ক্ষুধাই ঠিকমত মেটাতে পারে না। সেখানে শীতের কাপড় কিভাবে কিনবে। তাই আমি আমার সাধ্যমত ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

কম্বল বিতরণের সময় হাকিমপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসই/এএস/জানুয়ারি ১৭, ২০২৪)