স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের একটি ভুট্টা ক্ষেত থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি সোনার বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সেসময় রিমন হোসেন নামের এক যুবককে আটক করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রিমন হোসেন মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাটিলা এলাকায় চোরাকারবারিরা সোনার বার পাচারের জন্য অবস্থান করছে। সেসময় আমাদের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। তখন চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিমন হোসেন নামের এক যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে সাড়ে ৪ কেজি (৪০টি সোনার বার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৪)