সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে ১ ফুট জায়গার জন্য ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লিলু মিয়া (৫৫) ওই এলাকার নুরুল হক মিয়ার ছেলে। অভিযুক্ত স্বপন মিয়া (৪৫) তারই সহোদর। ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুই ভাইয়ের কেনা যৌথ জমিতে ছোট ভাই স্বপন তার অংশে বাড়ির কাজ করতে যায়। এসময় বড় ভাই লিলু মিয়ার কাছে ছোট ভাই স্বপন মিয়া ১ ফুট জায়গা বেশি দাবী করে। এ নিয়ে লিলু মিয়া ও স্বপন মিয়ার বাকবিত-া হয়। এতে এক পর্যায়ে ছোট ভাই স্বপন তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে লিলু মিয়ার ঘরে হামলা চালায়। এ সময় হাতে প্রচণ্ড আঘাতে অজ্ঞান হয়ে পরে লিলু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নিহতের সন্তান সুবর্ণা ও নজরুল জানান, আমার বাবা একজন কৃষক। আমরা ৭ ভাইবোন। আমাদের বাপ চাচারা ৪ ভাই। বাড়ির পাশে আমার বাবার আর স্বপন কাকা যৌথভাবে একটি জমি কিনেন। জমির সমান বন্টন করে দিলে কাকা স্বপন মিয়া ১ ফুট জমি বেশি চাই। আমার বাবা জায়গা না দিতে চাইলে স্বপন কাকা তার শ্বশুর বাড়ির চাচা শ্বশুর ইদ্দিস মিয়া, শালা দানা মিয়া ও সায়দুর রহমানসহ সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। তারা আমাদেরসহ বাবাকে এলোপাথারি মারতে থাকে। এতে বাবা গুরুত্বর আহত হয়। বাবাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানায়।

নিহতের আত্মীয় সাদু মোল্লা জানান, আজ বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়। আমরা স্বজনরা শালিশে দরবারে বসলে নিহতের ভাই স্বপনের শ্বশুর বাড়ির লোকজন হামলা চালিয়ে লিলুকে আহত করে। পরে তাকে হাসপাতালে পাঠালে শুনতে পায় সে মৃত্যুবরণ করেছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশ্রাফ মাহাদী বলেন, সকাল সাড়ে ১১টায় লিলু মিয়া নামের একজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা করতে গিয়ে তাকে মৃত পাওয়া যায়। ভাই ভাইয়ে দ্বন্দ্বে আহত হয়েছিল শুনেছি। হাতে আঘাতের চিহ্ন পেয়েছি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এসএস/এসপি/জানুয়ারি ১৮, ২০২৪)