মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন শ্রীনগর প্রেসক্লাব। যা ১৯৮৭ সালে শ্রীনগরের সাংবাদিকরা প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি দু'বছর পর পর সদস্যদের ভোটে সংগঠনটির ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি নির্বাচিত হয়ে আসছিল। সেই প্রেক্ষিতে প্রেসক্লাবের সদস্যদের মনোনীত  নির্বাচন কমিশনার মসিউর রহমান মামুন ও কমিশন সদস্য ফিরোজ আল মামুন এর তত্ত্বাবধানে আগামী ১৯ জানুয়ারি বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে ২০২৪-২০২৫ দ্বিবার্ষিকী মেয়াদে কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৪ জানুয়ারি মুন্সীগঞ্জ আদালতে শ্রীনগর প্রেসক্লাবের আটজন সদস্যর বিধিবহির্ভূত সদস্য হওয়ার প্রতিকার চেয়ে তাদেরকে বিবাদী করে মামলা করেন শ্রীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ শাহ আলম (নিতুল)। যাহার নাম্বার-০৩(২৪)। 

বিজ্ঞ আদালত ১৪ই ফেব্রুয়ারি আদালতে বিবাদীদেরকে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আদালতে মামলার হওয়ার বিষয়টি কমিশন অবগত হয়ে ১৯ জানুয়ারীর নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মসিউর রহমান মামুন। তারা বলেন, যেহেতু প্রেসক্লাবের আটজনের শিক্ষাগত যোগ্যতার (উচ্চ মাধ্যমিক) সনদ যাচাই পূর্বক ভোটার তালিকা প্রণয়নের নির্বাচন অনুষ্ঠান না করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। তাই আমরা বিজ্ঞ আদালতের আগামী নির্দেশনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নিব।

(এম/এসপি/জানুয়ারি ১৮, ২০২৪)