গাজীপুর প্রতিনিধি :মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার বাংলাদেশের ইতিহাসের অংশ। তাঁর রাজনৈতিক ও জনকল্যাণমূলক  কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসের গৌরবজনক অধ্যায়ের সৃষ্টি করেছে।

বাংলাদেশের ইতিহাসের শহীদ আহসান উল্লাহ মাস্টারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তা কেউ মুছে ফেলতে পারবে না। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের মুক্তমঞ্চে গাজীপুর শহর আওয়ামী লীগ উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসভায় অতিথির ভাষণে এ সব কথা বলেন।

গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এড, মোঃ ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম, গাজীপুর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সফর উদ্দিন খান, গাজীপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. আবদুল হাদী শামীম, গাজীপুর সদর আওয়ামী লীগের সভাপতি মোঃ বারেক মিয়া, গাজীপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল প্রমুখ। সভায় বক্তারা শহীদ আহসান উল্লাহ মাস্টারের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রখেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান মোঃ জাহিদ আহসান রাসেল এমপি তাদের পরিবারে পক্ষ থেকে সভায় আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গাজীপুরের ৫০০ বিএনপি নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। সভার আগত সকলেই তাদেরকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানায়।
(ওএস/এসসি/ নভেম্বর ১২,২০১৪)