স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর দরগা নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় মহেশপুর হতে কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি ঝিনাইদহে আদালতে যাচ্ছিলো। ভালাইপুর দরগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও পান্তাপাড়া গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫) ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চারু ব্যাপারীর ছেলে কালাম মারা যায়।
অপরদিকে এ ঘটনায় একই গ্রামের চারু ব্যাপারীর ছেলে কালু, সেলিম ও ঘুগরী গ্রামের সোরাব আলীর স্ত্রী তাসলিমা খাতুন গুরুতর ভাবে আহত হয়।

স্থানীয়রা আহত ৩জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপালে প্রেরণ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ২৩, ২০২৪)