সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার এডমিরাল শাহিন হোসেন। নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন হোসেন এমাসেই মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করবেন। আজ মঙ্গলবার মোংলা বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

সরকার মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে বাংলাদেশ কোস্টগার্গের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যান্ত করেছেন।

(এস/এসপি/জানুয়ারি ২৩, ২০২৪)