ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। জনগণ বহু আগেই বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে। জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়েছে, আর বিদেশীদের কাছে ধর্ণা দিয়েছিল, কোন লাভ হয় নাই, বিদেশিরাও লাল পতাকা দেখিয়ে দিয়েছে। জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে আর বিদেশিরা দেখিয়েছে লাল পতাকা।’

 

আজ রবিবার বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমবায় সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আর লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে তিন হাজার শীতার্ত মানুষকে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে এই অনুষ্ঠান থেকে।

(ওকে/এসপি/জানুয়ারি ২৮, ২০২৪)