আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে সেলিম হত্যার চেষ্টাকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। কয়েক দিন আগে উপজেলার ষোলঘরের মুন্সীপাড়ায় বসতবাড়ীর গেট নির্মাণকে কেন্দ্র করে সেলিম তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে মোয়াজ্জেম তালুকদারগং। এই হত্যা চেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টায় সময় উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর হরেন্দ্রগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনটি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ষোলঘর মুন্সীপাড়া,আম্বলীপাড়া, সেনপাড়া, সরকার নগর, সমসাবাদ, চকেরপাড়া, পুরোহিতপাড়া, জজবাড়ী, সিংহের মাঝিপাড়া, গোয়ালপাড়া, মৃধাপাড়া, হেমসাগরপাড়, জোড়দিঘিরপাড় গ্রামের প্রায় চার শতাধিক নারী- পুরুষ ।

মানববন্ধনে উপস্থিত সেলিম তালুকদারের বড় ভাই আবু সাঈদ তালুকদার ও স্বজনরা বলেন, আমাদের বসতবাড়ীর নিরাপত্তার জন্য একটি টিনের গেট নির্মাণকরাকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী মোয়াজ্জেমগং সেলিমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য সুইচ গিয়ার দিয়ে বুকে পিঠে আঘাত করে আহত করে। আমরা মোয়াজ্জেম গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য গত ২৪ জানুয়ারী বিকেলে হামলার ঘটনার পর পর শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের অবরোধে থাকা দুই নারীসহ ৫ জনকে আটক করে। পরে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়।

(এআই/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)