সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে আফজাল মিয়া (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকার রেলওয়ে লাইনের পাশে এ ঘটনা ঘটে। এ সময় রাসেল মিয়া (২২) নামে আরেক ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। আটক আফজাল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গাগুটিয়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আরিফ হোসেন (২০) নামে এক যুবককে ছিনতাইকারীরা রেললাইনের উপরে গতিরোধ করে মারধর করে আহত করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরিফ হোসেন ময়মনসিংহের নান্দাইল এলাকার জাবেদ আলীর ছেলে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাৎখনিক স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী আরিফ হোসেন জানান, কাজের জন্য তিনি ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে ফেনী যেতে বাড়ি থেকে বের হয়। ভৈরব রেলওয়ে স্টেশন যাওয়ার পথে ছিনতাইকারী দুইজন তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। একজনকে আটক করে।

এ বিষয়ে স্থানীয় ঠিকাদার আরিফ নেওয়াজ ভূইয়া বলেন, হঠাৎ চিৎকার শুনে দেখতে পায় দুইজন যুবক একজন ছেলেকে এলোপাথারি ছুরিকাঘাত করছে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে বাঁচিয়ে আনি। এসময় ধাওয়া করে আফজাল নামে এক ছিনতাইকারীকে আটক করি। তার সাথে থাকা রাসেল নামে আরেক ছিনতাইকারী পালিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয়দের দ্বারা আটককৃত ছিনতাকারীকে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)