মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বালু ব্যবসায়ী হোসেন সরদারকে (৬০) হাতুড়ি পেটা করে দুই পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত হোসেন সরদার একই ইউনিয়নের চর খোয়াজপুর গ্রামের আসমত আলী সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বালু ব্যবসা পরিচালনা করে আসছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন বালু ব্যবসায়ী হোসেন সরদার। হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় হাতুড়িপেটা করে হোসেন সরদারের দুই পা ভেঙ্গে ফেলা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসাপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৪)