শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে হাঁড় কাঁপানো শীতে একটু উষ্ণতা দিতে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে 'নিউ এংকর ব্যান্ড' নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদের ইকবাল রহিম এমপি'র সহায়তায় নিউ এংকর ব্যান্ড দিনাজপুর উপশহরের বিভিন্ন এলাকায় ভাসমান ভাবে হতদরিদ্র-দু:স্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করে।

এ সময় উপস্থিত নিউ এ্যাংকর ব্যান্ড এর প্রতিষ্টাতা পরিচালক এস এম রাজীব, ব্যবস্থাপনা পরিচালক ধারাভাষ্যকার এস এম রফিক, প্রতিষ্ঠানের উপদেষ্টা এবং চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী,মিউজিসিয়ান রিপন ও জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হঠাৎ কাকতালীয় ভাবে শীতবস্ত্র কম্বল পেয়ে তীব্র শীতে কাবু এ অঞ্চলের অসহায়-দরিদ্র মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিউ এংকর ব্যান্ডের এমন মানবিক উদ্যোগের ভুষিত প্রশংসার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, বিশিষ্টজনেরা।

শুধু সঙ্গীত পরিবেশনে আনন্দ-উল্লাস নয়,দেশের উন্নয়ন বাস্তবায়ন ও মানবতার সেবায় নীরবভাবে কাজ করে যাচ্ছে এই এংকর ব্যান্ড । মনন বিকাশের পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে। নিউ এংকর ব্যান্ড যেভাবে কাজ করছে, ধনার্ঢ্য ব্যক্তি ও অন্যান্য প্রতিষ্ঠানকেও এভাবে এগিয়ে আসা দরকার। তবেই দেশ এগিয়ে যাবে। অনেকের দুঃখ-দুর্দশা লাঘব হবে। এমনটাই মন্তব্য করে উপস্থিতজনেরা।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন নিউ এংকর ব্যান্ডের কর্মকর্তারা।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৪)