রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫২) নামে একজন কৃষক নিহত হয়েছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইসরাফিল মোল্যা কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্স ফকির সমর্থিত লোকজনদের সাথে পার্শ্ববর্তী চাঁচুড়ি বিলের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত এক বছর ধরে উভয় পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, বিবাদমান ওই মাছের ঘেরের দখল নিয়ে ৪টি বিচারাধীন রয়েছে।

সর্বশেষ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে বিবাদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রিন্স ফকির সমর্থিত লোকজন ওই ঘেরে গেলে নফু মোল্যা সমর্থিত লোকজন বাঁধা দেয়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যাকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল বকসী বলেন, 'ইসরাফিল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে এবং হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)