গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এসে জেল হাজতে গেলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ কাবির মিয়া সহ ৬ জন।

রবিবার (০৪ ফেব্রয়ারি) তাদের বিরুদ্ধে দায়েরকৃত (জিআর-৩১/২৪)মামলায় ৩২ জন আসামীর মধ্যে ২৯ জন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কাবির মিয়া সহ ৬ জনের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকী ২৩ জনের জামিন আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

কোর্ট জিআরও মোঃ ইউসুফ এ তথ্য জানিয়ে বলেন, মোঃ কাবির মিয়া সহ ৬ জনকে আজ রোববার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ ৩জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচী পালন করে।
ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে থেকে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়া সহ ৩২ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)