নড়াইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী বিপ্লব ওরফে বিপুল ওরফে কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম সাকিনের আঃ রহমান মোল্যার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানার এসআই সেলিম মহালদার ও এএসআই মোঃ শাহেব আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)