রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামে মঙ্গলবার দুপুরে গ্রাম্য শালিসী বৈঠকে অপমান সইতে না পেরে গৃহবধূ কুসুম আক্তার খুশি (২৫) আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্ত করতে জেলা মর্গে প্রেরণ করে।

সূত্রে জানায়,সোনাপুর গ্রামের বাগের বাড়ির কামাল হোসেনের স্ত্রী কুসুম আক্তার খুশি পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে পালিয়ে কয়েক দিন অন্যত্রে আত্মগোপনে থাকে।

মা ও স্বামী খবর পেয়ে গোপন স্থান থেকে কুসুমকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়।

সৃষ্ট বিষয় নিয়ে গ্রাম্য মাতব্বর মাসুদ পাটোয়ারী,সোবহান,নুর হোসেন মঙ্গলবার সকালে শালিসে বসে। বৈঠকে কুসুম ও একই বাড়ির বরকত উল্যাহর পরকীয়া ও আত্মগোপন করার অভিযোগ তুলে নানা প্রকার অপমান জনক শাস্তি দেয়।

শালিসদাররা শাস্তি দিয়ে যাবার পরেই গৃহবধূ বসত ঘরের আড়ার সাথে পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে জানতে শালিসদারদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন,ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এএইচপি /এসসি/নভেম্বর১২,২০১৪)