সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের বিউটি পার্লারের বিউটিশিয়ান মনিরা মুন্নি হত্যা মামলার প্রধান আসামী মাহাবুব আলম সাগরকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। 

র‌্যাব ৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাগর বাগেরহাট সদরের পোলঘাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকার আব্দল জব্বার হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানাগ্রামের লোকমান হোসেন দরানীর মেয়ে বিউটিশিয়ান মনিরা মুন্নির সাথে ১৯৯৬ সালে সাগর বাগেরহাট সদরের পোলঘাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকার আব্দল জব্বার হাওলাদারের ছেলে মাহাবুব আলম সাগরের বিয়ে হলে কিছু দিন পর ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর অন্যত্র বিয়ে করলে সেখানে তিনটি সন্তান জন্মের পর ২০২৩ সালের দ্বিতীয় স্বামীর সাথেও বিচ্ছেদ ঘটে। এরপর জীবিকার তাগিদে মন্নি বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষন নিয়ে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের বিউটি পার্লার দেয়। গত ৩১ জানুয়ারী প্রাক্তন স্বামী সাগর টেংরাখোলা বাজারে গিয়ে মুন্নির সাথে দেখা করে আবারো ঘর সংসার করার কথা বলে। এসময়ে মন্নি অপারগতা প্রকাস করলে স্গরসহ তার সহযোগীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুন্নিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মুকসুদপুর থানায় সাগরসহ তার সহযোগীর নামে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব গোপ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী সাগরকে গ্রেফতার করে। বিকালে গ্রেফতারকৃত আসামীদেরকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৪)