রাজবাড়ীতে পিতার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে পিতার লাঠির আঘাতে মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলেগাতি গ্রামে এঘটনা ঘটে বলে জানায় পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার।
নিহত ওই তরুণীর নাম পাখিলা আক্তার পাখি (১৮)। সে একই এলাকার কালাম মিয়ার মেয়ে।
পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ে পাখিলা পাখিকে একটি লাঠি দিয়ে আঘাত করে তার বাবা। এসময় পরিবারের অন্য সদস্যরা পাখিকে গুরুত্ব আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি স্বপন কুমার মজুমদার আরও বলেন, এঘটনায় নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এবিষয়ে মামলা প্রকৃয়াধীন।
(একে/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)