পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার। নিহতের নাম আরজিনা খাতুন (৩৮)। দুই সন্তানের জননী আরজিনা, পাশ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের, কুমরীরানী গ্রামের আফজাল খাঁ এর কন্যা এবং পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের, কালাম শেখ এর পুত্র, দুবাই প্রবাসী লিটন শেখ এর প্রথম স্ত্রী।
নিহত আরজিনার চাচা আক্কাছ খাঁ জানান, স্ত্রীর অনুমতি ছাড়াই লিটন দ্বিতীয় বিয়ে করেছেন। আমার ভাতিজি আরজিনা গতকাল (০৮ফেব্রুয়ারি বৃহস্পতিবার ) বাবার বাড়িতেই ছিলো। সন্ধ্যায় হঠাৎ করেই তার স্বামী লিটন শেখ দুবাই থেকে ফোন করে আরজিনাকে তাদের বাড়িতে (শশুর বাড়ি) চলে যেতে বলেন।
আরজিনা সন্ধ্যায় বাবার বাড়ি থেকে পাট্টায় শশুর বাড়িতে চলে যায়। রাতেই নিহত আরজিনার শশুর কালাম শেখ, তাদেরকে ফোন করে জানান আরজিনাকে খুজে পাওয়া যাচ্ছে না।
আরজিনার চাচা আক্কাস খা জানান, আরজিনা নিখোঁজের সংবাদ পেয়ে রাতেই তারা আরজিনার শশুর বাড়িতে যান। আরজিনার শশুর কালাম শেখ সহ দুই পরিবারের লোকজন রাতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও আরজিনার কোনো খোজ পাননি।
০৯ফেব্রুয়ারি শুক্রবার ভোরে বাড়ির অদুরে পাট্টা ফুটবল মাঠের উত্তর পাশে, ওসমান মোল্লার বাঁশ বাগানের মধ্যে আরজিনার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
এ বিষয় এস আই দীপঙ্কর জানান মনে হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড মামলা রুযুর পরিক্রিয়া চলছে। পোস্টমেটাম এর রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
(একে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৪)