নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্র কল্যাণ সংসদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় শহরের রামপুরস্হ নিরিবিলি পিকনিক স্পটে পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মো: মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কে এম সালাহ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বি এম কামাল হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন মোল্যা, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সহ ব্যবস্হাপক মো: মাহফুজুর রহমান, লোহাগড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম হায়াতুজ্জামান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান।

পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা শেখ সদর উদ্দিন শামীম, স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোমান রায়হান, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগড়া উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম, নির্বাহী সভাপতি মো: আসলাম শেখ, সাধারণ সম্পাদক আল ইমরান শেখ, সাংবাদিক গোলাম কিবরিয়া, আল ইমরান রাজু, মো: উজির আলী, সৈয়দ আশিক মাহমুদসহ প্রমূখ। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৪)