নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে- ততই প্রার্থীদের জনসেবায় নিযুক্ত হওয়ার প্রতিযোগিতা বেড়েই চলেছে।ময়মনসিংহ ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে এমন এক ব্যক্তি প্রতিযোগিতায় নেমেছেন যিনি এক বাক্যে সকলের পরিচিত মুখ। তিনি দীপক চন্দ্র দে। যার সাথে কাউকে তুলনা করা অসম্ভব। কারণ করোনা যোদ্ধা নামে তার নাম সকলের অন্তরে অন্তরে।

করোনাকালীন সময়ে তিনি একা ময়মনসিংহ সিটির মৃতদেহের সৎকার সহ যাবতীয় কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। এমনকি দাফনের কাপড় পর্যন্ত নিজ উদ্যোগে জোগার করে সেই দেহকে দাহ/ দাফন করেছেন সকল ভয়ভিতি অতিক্রম করে।

তিনি সাড়া বছর অবহেলিত জনগণের পাশে থেকে সবসময় বিভিন্নরকম সেবা / সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তার তুলনা নাই। সাধারণ মানুষ যার সেবায়মুগ্ধ। নিঃস্বার্থ সেবা যার ব্রত। তাকে এবার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে উৎসাহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন ময়মনসিংহ সিটির ৮নং ওয়ার্ডবাসী।

তিনি আজ রবিবার ময়মনসিংহ নির্বাচন কমিশন অফিসে সাংবাদিক, এলাকার জনসাধারণ নিয়ে উৎফুল্ল হয়ে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ নিয়ে মনোনয়নপত্র জমা করলেন। এত অল্প বয়সে তিনি একাধারে সাংবাদিকতা ও সমাজসেবায় অনন্য ভূমিকায় ইতিমধ্যেই তিনি সাধারন মানুষের নজর কেড়েছেন।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৪)