নিহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান ময়মনসিংহের পরিবহন খাত থেকে ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩ কোটি ৫ লক্ষ ৩০ হাজার ৮ শত টাকা রাজস্ব আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

জানা গেছে, সড়ক পরিবহন আইনে ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জরিমানা বাবদ এই অংকের রাজস্ব আদায় করেছেন। যার মাধ্যমে টিআই মাহবুব যে একজন দক্ষ বিচক্ষণ ট্রাফিক পুলিশ কর্মকর্তা সেটাই প্রমাণিত হলো।

জানা গেছে, ময়মনসিংহ শহরে যানজট নিরসনে তার কার্যক্রম ইতোমধ্যেই ভূয়শী প্রশংসা অর্জন করেছেন। টিআই সৈয়দ মাহবুবুরর হমানও চান যে অব্যাহত অভিযানের মাধ্যমে একদিকে যেমন ময়মনসিংহ শহরে যানজটের ভোগান্তি থাকবে না। অন্যদিকে সরকারও অধিক রাজস্ব ঘরে তুলতে পারবেন।

ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমানের প্রতি আবারও দৃষ্টি আকর্ষন করে জানান, টিআই মাহবুবই পারবেন ময়মনসিংহ শহর থেকে যানজট জিরোটলারেন্সে নিয়ে আসতে, কারণ ইতোপূর্বে ময়মনসিংহে শহর কেন্দ্রিক যানজট নিয়ন্ত্রনে তিনি বেগমান কার্যক্রম গ্রহণ করেছিলেন যা থেকে সরকার ও প্রাপ্ত রাজস্ব অর্জন করেছিলো এবং টিআই মাহবুব একজন জ্ঞানী ট্রাফিক পুলিশ ব্যক্তিত্ব। তিনি জানেন যানজট নিয়ন্ত্রন করতে হলে কিভাবে পরিবহনকে নিয়ন্ত্রনে আনা যায়। ময়মনসিংহের নাগরিকরা যানবাহন নিয়ন্ত্রনে টিআই মাহবুবের এই অবদানকে কৃতিত্ব মনে করছেন।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৪)