শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সাংবাদিক ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভা করেছে,অপরাজিতা নেটওয়ার্ক।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী হলরুমে জেলা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারী প্রার্থীদের ভাবনা ও স্বপ্ন বাস্তবায়নে যে সমস্ত চ্যালেঞ্জ বা সমস্যা রয়েছে তা নিরসনকল্পে আলোচনা করেন বক্তারা।

দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক, জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অন্যতম সদস্য জিনাত রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচ্যক হিসেবে ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল।

এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারী নেতৃত্বে বিভিন্ন চ্যালেঞ্জকে সামনে রেখে সূচনা বক্তব্য রাখেন অপরাজিতা নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী মোঃ শহিদুর রহমান।

অপরাজিতা প্রকল্পের কো-অর্ডিনেটর ফিরোজ মোঃ নুরুন্নবী’র সঞ্চালনায় নারী নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শাহিনা সুলতানা বিউটি, অপরাজিতা’র জেলা সদস্য রুবিনা আক্তার, বিরামপুরের জেসমিন আক্তার বেগম রিভা, কাহারোল উপজেলা সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিভা রানী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোছাঃ রহিমা পারভীন লাভলী, বিরামপুর জেপজেলার উম্মে কুলসুম, কাহারোল উপজেলার মোছাঃ ফেন্সি খাতুন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী নেত্রী সুসন্না টপো, চিরিরবন্দরের আরজিনা বেগম, ৯নং আস্করপুর ইউপি’র মহিলা সদস্য জাকিয়া সুলতানা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সঠিক নারী নেতৃত্ব অর্জন করতে পারলে কোন প্রকার চ্যালেঞ্জ বা রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হয় না। সংসদে ৩৩ ভাগ নারী অধিকার সংরক্ষণের কথা থাকলেও বাস্তবে তার মূল্যায়ন নেই। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখা যায় নারীই নারীর শত্রু। আমরা মনে করি রাষ্ট্রের কাজে নারীদের সম্পৃক্ত করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এছাড়া নারীরা যে মাঠে-ঘাটে জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করের যাচ্ছে এর প্রচার-প্রসারের জন্য মিডিয়ার যথেষ্ট ভূমিকা রয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)