সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বিশ্ব ঐতিহ্য অভয়ারণ্য কচিখালী এলাকা থেকে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দিবাগত রাতে সুন্দরবনের কচিখালী টাইগার পয়েন্ট এলাকায় টহল দেয়ার সময় বনরক্ষী বনের মধ্যে একটি বাঘের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। 

মৃত্যুর সঠিক কারণ জানতে আজ মঙ্গলবার দুপুরে কচিখালী ফরেস্ট অফিসে বাঘটির ময়না তদন্ত করেছে দুইজন প্রাণিসম্পদ কর্মকর্তা। ময়না তদন্তে বাঘের শরীর থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষ মৃত বাঘটির বয়স আনুমানিক ১৫ বছর, দৈর্ঘ্য ৯ ফুট ও ওজন ২৫৫ কেজি।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান এতথ্য নিশ্চিত করে জানান, বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্ট এলাকায় নিয়মিত টহলকালে বনরক্ষীরা বনের মধ্যে একটি মৃত বাঘ দেখতে উদ্ধার করে কচিখালী ফরেস্ট অফিসে নিয়ে আসে। পুরুষ মৃত বাঘটির আনুমানিক বয়স ১৫ বছর, ৯ ফুট দৈর্ঘ্য ও ওজন ২৫৫ কেজি। মৃত বাঘটির শরীরের কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বার্ধ্যকজনিত কারনে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। তারপরও বাঘটির মৃত্যুর সঠিক কারন জানতে বাগেরহাটের শরণখোলা ও মেরেলগঞ্জ উপজেলার দুইজন প্রাণিসম্পদ কর্মকর্তাকে লোকালয় থেকে মঙ্গলবার স্পীডবোটে করে কচিখালী ফরেস্ট অফিসে এনে দুপুরে বাঘের মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তে বাঘের শরীর থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হবে। মৃত এই বাঘটির ময়না তদন্তের পর চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করে মরদেহটি কচিখালী ফরেস্ট অফিস প্রঙ্গনে মাটি চাপা দেয়া হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)