সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ঢাকা মেট্রো রেলের মালামাল নিয়ে ভিয়েতনাম থেকে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ‘কিয়ো কোরাল’। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে।

জাহাজটিতে মেট্রো রেলের বিভিন্ন মালামালসহ ৪৯১ পিচ সিমেন্টের পাইল রয়েছে। এসব পন্য খালাসের পর নৌপথে মেট্রো রেলের ঢাকার উত্তরা দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানায়, ঢাকা মেট্রো রেলের মালামাল নিয়ে গত ৬ ফেব্রুয়ারী ভিয়েতনাম বন্দর থেকে পানামার পতাকাবাহী জাহাজ এমভি কিয়ো কোরাল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার বিকালে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মেট্রো রেলের বিভিন্ন পন্যসহ ৪৯১ পিচ সিমেন্টের পাইল রয়েছে। রাত থেকে এসপ পন্য জাহাজ থেকে খালাসের কাজ শুরু হবে। আগামী দুই দিনের মধ্যে এসব পন্য খালাসের পর নৌপথে মেট্রো রেলের ঢাকার উত্তরা দিয়াবাড়ী ডিপোতে পাঠিয়ে দেয়া হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)