স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : শৈলকূপা উপজেলার শেখপাড়া হাট ইজারার সিডিউলসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার সিডি ছিনতাই করার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুইজন ঠিকাদার শেখপাড়া হাটের টেণ্ডার সিডিউল জমা দিতে যাওয়ার সময় তাদের কাছ থেকে জোরপুর্বক সিডিউল কেড়ে নেওয়া হয়।
এ নিয়ে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই ভুক্তভোগী।

অভিযোগকারী আব্দুল লতিফ শেখ জানান, তিনি মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আব্দুল হাকিম মোল্লার পক্ষে শেখপাড়া হাটের টেণ্ডার সিডিউল জমা দিতে শৈলকূপা যান। শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আসা মাত্রই শেখপাড়া এলাকার দুলাল মণ্ডলের ছেলে সাইদ মণ্ডল, বুদো মণ্ডলের ছেলে শিপন মণ্ডল ও আহম্মদ জোয়ারদারের ছেলে আলামিনসহ একদল যুবক তাদের কাছ থেকে প্রকাশ্যে টেন্ডার সিডিউল ও ৭ লাখ ৪০ হাজার হাটার সিডি কেড়ে নেয়। এ সময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ওই যুবকরা তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সিসিটিভির ফুটেজে দেখে ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন ইতিমধ্যে শেখপাড়া হাটের পুনঃ দরপত্র আহবান করার জন্য ইউএনও’র সঙ্গে পরামর্শ করা হয়েছে। পরবর্তীতে যারা টেন্ডার দাখিল করবেন তাদরকে পুলিশী নিরাপত্তা প্রদান করা হবে।

এ ঘটনার বিষয়ে জানতে শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বনি আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)